বাসস দেশ-৩৬ : রংপুর-৩ আসনে হুসাইন মুহম্মদ এরশাদ বেসরকারিভাবে নির্বাচিত

159

বাসস দেশ-৩৬
নির্বাচন-ফলাফল
রংপুর-৩ আসনে হুসাইন মুহম্মদ এরশাদ বেসরকারিভাবে নির্বাচিত
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ রংপুর-৩ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই আসনে ১৭৫টি কেন্দ্রের মধ্যে ১৭৫টিতে তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্টের রিটা রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন।
বাসস/এএসজি/এমএসএইচ/এমএআর/২১৫০/-এবিএইচ