বাসস দেশ-৩৫ : ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং বেসরকারিভাবে নির্বাচিত

160

বাসস দেশ-৩৫
নির্বাচন-ফলাফল
ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং বেসরকারিভাবে নির্বাচিত
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৬ ময়মনসিংহ-১ আসনে মহাজোট প্রার্থী জুয়েল আরেংকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই আসনে ১৩৬টি কেন্দ্রের মধ্যে ১৩৬টিতে তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার ২২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্টের আফজাল এইচ খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৩৮ ভোট।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন।
গাইবান্ধা-৩ আসনের ঐক্যজোট মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে এখানে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এই আসনে আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৬টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বাসস/এএসজি/এমএসএইচ/এমএআর/২১৪৫/এবিএইচ