বাসস দেশ-৩২ : গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম বেসরকারিভাবে নির্বাচিত

331

বাসস দেশ-৩২
নির্বাচন-ফলাফল
গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম বেসরকারিভাবে নির্বাচিত
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৬ গোপালগঞ্জ-২ আসনে মহাজোট প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই আসনে ১৪৭টি কেন্দ্রের মধ্যে ১৪৭টিতে তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৮১ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট। ঐক্যফ্রন্ট প্রার্থী মো. সিরাজুল ইসলাম সিরাজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮৬ ভোট।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন।
বাসস/এএসজি/এমএসএইচ/এমএআর/২১১০/অমি