ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন

5824

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত ফলাফল কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে সন্ধ্যা থেকে এই ফলাফল ঘোষণা করছেন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।
এ পর্যন্ত দেশের ২৯৯টি আসনের মধ্যে গোপালগঞ্জ-৩ আসনের পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া গেছে। এখানে ১০৮টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। এই আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। এখানে বিএনপির এসএম জিলানী ধানের শীষে পেয়েছেন ১২৩ ভোট। অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭১ ভোট।
এছাড়া বাকী ৭০টি আসনের আংশিক ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা এগিয়ে রয়েছেন।