বাসস ক্রীড়া-৭ : সিডনি টেস্টে অস্ট্রেলিয়া দলে লাবুশনেগে

132

বাসস ক্রীড়া-৭
অস্ট্রেলিয়া-দল
সিডনি টেস্টে অস্ট্রেলিয়া দলে লাবুশনেগে
মেলবোর্ন, ৩০ ডিসেম্বর ২০১৮(বাসস/এএফপি) : সফরকারী ভারেতর বিপক্ষে সিরিজের শেষ ও চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া দলে আজ লেগ স্পিন অলরাউন্ডার মার্নাস লাবুশনেগেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সিডনিতে শুরু হবে এ টেস্ট।
মেলবোর্নে ১৩৭ রানে পরাজিত হওয়ায় ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিডনি গ্রাউন্ডে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন ও সিডনি টেস্টের জন্য ইতোপুর্বে ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া এবং নিজ দেশের মাটিতে প্রথমবারের মত ভারতের সিরিজ জয় ঠেকাতে মাস্ট উইন ম্যাচে দক্ষিণ আফ্রিকায় জন্ম গ্রহনকারী লাবুশনেগেকে দল ভুক্ত করেছে।
অস্ট্রেলিয়া দল : এ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশনেগে, মিচেল মার্শ, টিম পেইন, নাথান লিঁও, শন মার্শ, প্যাট কামিন্স, পিটার সিডল, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড।
বাসস/এএফপি/স্বব/১৪৩৫/মোজা/এএমটি