বাসস দেশ-১১ : নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন দুই বিদেশী পর্যবেক্ষক

140

বাসস দেশ-১১
পর্যবেক্ষক- নির্বাচন
নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন দুই বিদেশী পর্যবেক্ষক
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসা কয়েকজন বিদেশী পর্যবেক্ষক।
আজ সকালে রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে পরিদর্শনের সময় তারা এ মন্তব্য করেন।
নির্বাচন পর্যবেক্ষক সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আট সদস্যের একটি প্রতিনিধি দলের কানাডীয় পর্যবেক্ষক তানিয়া ফস্টার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত পাঁচটি কেন্দ্র ঘুরেছেন তিনি।
শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন, নিজেদের ক্ষমতায়িত মনে করছেন তারা।
ফস্টার এই প্রথম বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন বলে জানান সাংবাদিকদের।
ভারতের পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেন, ভারতের নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের মিল রয়েছে।
নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে বলে জানান তিনি।
বাসস/কেসি/১৩২২/কেএআর