বাসস দেশ-২৬ : চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের মৃত্যুতে শিল্পকলা একাডেমির শোক

555

বাসস দেশ-২৬
মৃত্যু-শোক
চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের মৃত্যুতে শিল্পকলা একাডেমির শোক
ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের মৃত্যুতে শিল্পকলা একাডেমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
আজ এক শোক বার্তায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ।
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে মরহুমের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাঁর সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠোনের ব্যক্তিরা তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরাও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শোক বার্তায় লিয়াকত আলী লাকী বলেন, চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর-এর মৃত্যুতে দেশ একজন বরেণ্য চিত্রশিল্পী হারালো। শিল্পকলা একাডেমির সূচনালগ্ন থেকে তিনি একাডেমির চারুকলা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। চারুকলায় তার মূল্যবান অবদানের জন্য মানুষ তাকে দীর্ঘকাল স্মরণ করবে।
শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বাসস/সবি/এফএইচ/২১৪০/জেহক