বাসস দেশ-২০ : সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহবান এইটি ইমামের

333

বাসস দেশ-২০
ইমাম-সংবাদ সম্মেলন
সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহবান এইটি ইমামের
ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আগামীকাল ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে আসুন। সবাই ভোট দিন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এইচটি ইমাম আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান।
সারাদেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, দেখেন ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। অধিকাংশ মানুষ ভোট দিতে গ্রামে চলে গেছে। এটাতো একটা উৎসব। যদি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি না হত তাহলে কি ঢাকা শহর থেকে এতো মানুষ গ্রামে ভোট দিতে যেত?
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এএসজি/বিকেডি/১৮৫৫/অমি