২০১৮ রাশিয়া বিশ্বকাপের কিছু তথ্য

369

বাসস ক্রীড়া-২
ফুটবল-বিশ^কাপ
২০১৮ রাশিয়া বিশ্বকাপের কিছু তথ্য
মস্কো, ২৯ মে ২০১৮ (বাসস) : আগামী মাসে শুরু হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ- ‘ফুটবল বিশ^কাপ’। যেখানে সারা বিশ^ এক সারিতে এসে দাঁড়াবে, শুধুমাত্র বিশ^কাপকে ঘিড়েই পুরো একমাস সময় আবর্তিত হবে। নতুন নতুন ইতিহাস রচিত হবে, আর সেখানে থেকেই ভবিষ্যত ফুটবল খুঁজে নিবে তার নিজস্ব স্বকীয়তা।
প্রতি চার বছর অন্তর অন্তর পুরো ফুটবল বিশ^ অসাধারণ সুন্দর এই খেলাটির জন্য অপেক্ষায় থাকে, যেখানে কিংবদন্তীরা নিজেদের ফুটবল শৈলী দিয়ে সকলের মনে আরো শক্তভাবে জায়গা করে নেয়।
ইয়োহান ক্রুইফ থেকে শুরু করে গার্ড মুলার, পেলে থেকে দিয়েগো ম্যারাডোনা- প্রত্যেকেই নিজ নিজ দেশের হয়ে এই বিশ^কাপ আসর থেকেই ভক্ত-সমর্থকদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার রাশিয়ার দিকে তাকিয়ে আছে পুরো বিশ^। পাঁচ সপ্তাহের লড়াই শেষে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় বসবে সেটা ছাপিয়ে মাঝে মাঝে কোন কোন খেলোয়াড় তার আপন মহিমায় হয়ে উঠেন শ্রেষ্ঠ।
রাশিয়া বিশ^কাপে গ্রুপ, খেলোয়াড় থেকে শুরু করে স্টেডিয়ামসহ কিছু বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হলো
বিশ^কাপের স্বাগতিক শহর :
২০১৮ বিশ^কাপের ম্যাচগুলো রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সমর্থকরা রাশিয়ার বিভিন্ন প্রান্ত ঘুড়ে দেখারও সুযোগ পাচ্ছে।
লুজিনকি স্টেডিয়ামকে এবারের আসরের মূল ভেন্যু হিসেবে ঘোষনা দেয়া হয়েছে। এখানেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানকার দর্শক ধারণ ক্ষমতা ৮১ হাজার। এছাড়া অন্যান্য স্টেডিয়ামগুলো হলো সেইন্ট পিটার্সবার্গ, কালিনিনগ্রাড, নিজনি নোভোগোরোড, কাজান, ইয়েকাটেরিনবার্গ, সারানাস্ক, সামারা, ভোলগোগ্রাড, রোস্তোভ ও সোচি।
বিশ^কাপের ফর্মেট :
এবারের রাশিয়া বিশ^কাপে ৩২টি দেশ অংশ নিচ্ছে। আটটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো খেলবে, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জণ করবে।
অংশগ্রহনকারী দলগুলো হলো :
গ্রুপ-এ : রাশিয়া, মিশর, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ-বি : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান
গ্রুপ-সি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক
গ্রুপ-ডি : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
গ্রুপ-ই : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া
গ্রুপ-এফ : জার্মানী, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ-জি : বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড
গ্রুপ-এইচ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।
বাসস/নীহা/১০০০/স্বব