প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ওয়ারিঙ্কা

368

বাসস ক্রীড়া-১
টেনিস-ফ্রেঞ্চ ওপেন
প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ওয়ারিঙ্কা
প্যারিস, ২৯ মে ২০১৮ (বাসস) : গুইলারমো গার্সিয়া-লোপেজের কাছে পরাজিত হয়ে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন স্ট্যান ওয়ারিঙ্কা। এর মাধ্যমে ফর্ম ও ফিটনেসের ঘাটতি বজায় থাকলো এই সুইস সুপারস্টারের। একইসাথে এই পরাজয়ে তার বিশ^ র‌্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে।
গত বছর ফাইনালে রাফায়েল নাদালের কাছে পরাজিত ওয়ারিঙ্কা ২০১৫ সালে প্যারিসের এই গ্র্যান্ড স্ল্যামে শিরোপা জিতেছিলেন। গতকাল প্রথম রাউন্ডে স্প্যানিশ ৬৭ নম্বর র‌্যাঙ্কধারী গার্সিয়া-লোপেজের কাছে পাঁচ সেটের লড়াইয়ে শেষ পর্যন্ত ৬-২, ৩-৬, ৪-৬, ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে পরাজিত হয়ে বিদায় নিতে বাধ্য হন।
৩৩ বছর বয়সী সুইস তারকা ওয়ারিঙ্কা বেশ কিছুদিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন। গত সপ্তাহে জেনেভাতে তিনি এই মৌসুমেসর একমাত্র ক্লে কোর্ট ম্যাচ খেলেছেন। গত তিন মাসে এটাই ছিল তার প্রথম ইভেন্ট। এই পরাজয়ে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ওয়ারিঙ্কা বিশ^ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৩০ থেকে নেমে টুর্নামেন্টের পরে ২৫০জনের বাইরে চলে যাবেন। ২০১৭ সালে যে র‌্যাঙ্কিং পয়েন্ট তিনি অর্জণ করেছিলেন তা ধরে রাখতে না পারায় তার এই অবনমন নিশ্চিত হয়েছে।
বাসস/নীহা/১০০০/স্বব