বাসস দেশ-১২ : নির্বাচনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে: ডিএমপি কমিশনার

178

বাসস দেশ-১২
ডিএমপি কমিশনার-ব্রিফ
নির্বাচনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে: ডিএমপি কমিশনার
ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামীকাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে।
আজ শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে পুরো রাজধানীজুড়েই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করেছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারীও রয়েছে।
তিনি বলেন, ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেভাবেই ডিএমপি’র পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আসাদুজ্জামান মিয়া বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি।ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তাই ঢাকা মহানগরীতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।
বাসস/এএসজি/এমএমবি/১৬৫৫/অমি