মহাকাশে মানব মিশনের জন্যে ভারতের ১৪ হাজার ৩শ’ কোটি ডলারের প্রকল্প অনুমোদন

565

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): ভারত সরকার কমপক্ষে এক সপ্তাহের জন্য মহাকাশে মানব মিশন পাঠানোর একটি প্রকল্প শুক্রবার অনুমোদন করেছে। কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।
এক সংবাদ সম্মেলনে ভারতের ইলেক্ট্রনিকস ও ইনফরমেশন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এমন ঘোষণা দেন।
গগানয়ান (স্কাইক্রাফট) নামে এ প্রকল্প বাস্তবায়নে ১৪ হাজার ৩শ’ কোটি ডলার ব্যয় হবে।
প্রসাদ বলেন, ‘গগানয়ান প্রকল্প ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে বড় কর্মসূচি। আর এই কর্মসূচির আওতায় সর্বনি¤œ সাতদিনের জন্য তিনজনকে মহাকাশ মিশনে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
প্রসাদ বলেন, ২০২২ সাল নাগাদ এ মিশন হাতে নেয়া হবে।
ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম এই প্রকল্পের ঘোষণা দেন।