বাসস ক্রীড়া-৩ : কুয়াড্রাডোর হাঁটুতে সফল অস্ত্রোপচার

165

বাসস ক্রীড়া-৩
ফুটবল-ইনজুরি
কুয়াড্রাডোর হাঁটুতে সফল অস্ত্রোপচার
মিলান, ২৯ ডিসেম্বর ২০১৮ (বাসস) : জুভেন্টাসের কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াড্রাডোর বাম হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সিরি-আ চ্যাম্পিয়ন ক্লাবটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুই সপ্তাহ আগে সুইজারল্যান্ডের ইয়ং বয়েজের কাছে ২-১ গোলে চ্যাম্পিয়ন্স লিগের পরাজয়ের ম্যাচে ৩০ বছর বয়সী কুয়াড্রাডো ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। ক্লাব সূত্র জানিয়েছে কুয়াড্রাডোর অস্ত্রোপচার বেশ সফলভাবেই সম্পন্ন হয়েছে। তার বাম হাঁটুর মেনিসকাস ও কার্টিলেজ ক্ষতিগ্রস্থ হয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যেই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। তবে কবে নাগাদ তিনি ফিরবেন এ ব্যপারে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
ইতালিয়ান গণমাধ্যমের সূত্রমতে হয়তবা তিনমাস কুয়াড্রাডোকে বিশ্রামে থাকতে হতে পারে। এর ফলে ফেব্রুয়ারিতে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে তার খেলা হচ্ছেনা বলে ইঙ্গিত পাওয়া গেছে।
বাসস/নীহা/১৩৪৫/স্বব