মিশরে বোমা বিস্ফোরণে ভিয়েতনামের ৩ পর্যটক ও এক গাইড নিহত

265

গিজা (মিশর), ২৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা পিরামিডের কাছে রাস্তার পাশে পেতে রাখা এক বোমার বিস্ফোরণে দেশটির এক গাইড ও ভিয়েতনামের তিন পর্যটক নিহত হয়েছে। বাসে করে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
সরকারি প্রসিকিউটর’স দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সেখানে এ বোমার বিস্ফোরণে ভিয়েতনামের আরো ১১ পর্যটক ও মিশরের এক বাস চালক আহত হয়েছে।
এতে বলা হয়, গিজা পিরামিডের পার্শ্ববর্তী আল-হারাম জেলার মারিউতিয়া স্ট্রীট বরাবর একটি দেয়ালের কাছে বোমাটি পেতে রাখা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, বাসটিতে করে ভিয়েতনামের ১৪ পর্যটকসহ মোট ১৬ জনকে বহন করা হচ্ছিল। এদের মধ্যে মিশরের এক গাইড ও এক বাস চালক রয়েছে।
ঘটনাস্থলে দ্রুত সশস্ত্র নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। তল্লাশি অভিযান চালানোর জন্য তারা এলাকাটি ঘিরে ফেলে।
প্রধানমন্ত্রী মোস্তফা মডবৌলি আহত পর্যটকদের দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি ট্যুর গাইড মারা যাওয়ার কথা জানান। বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হওয়ার পর তার মৃত্যু হয়।