নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারীরা ৫ গ্রামবাসীকে হত্যা করেছে

324

লাগোস, ২৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : নাইজেরিয়ার কেন্দ্রীয় প্লাটো প্রদেশে বন্দুকধারীরা পাঁচ গ্রামবাসীকে হত্যা করেছে। শুক্রবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
তবে এ ঘটনা দেশটিতে দীর্ঘদিন ধরে পশুচারণের অধিকার নিয়ে বিরাজমান লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত কিনা তা জানা যায়নি।
খবর এএফপি’র।
প্রদেশের বারকিন লাদি জেলার রাউরু গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাটিতে পশুপালক যাযাবর ফুলানি জনগোষ্ঠীর সঙ্গে স্থানীয় কৃষকদের সংঘর্ষ বিরাজমান।
পুলিশ মুখপাত্র তাইওপেভ তেরনা এক বিবৃতিতে জানান, যারা নিহত হয়েছে, তারা প্রতিবেশী পুগু গ্রাম থেকে এক জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলার শিকার হয়।
তিনি জানান, পুলিশ হামলাকারীদের গ্রেফতার করে বিচারের জন্য সোপর্দ করেছে।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোর মধ্যে প্লাটো প্রদেশে চলতি বছর বারবার প্রায়ই কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষ হতে দেখা গেছে। সেখানে এ পর্যন্ত বহু সংখ্যক লোক মারা গেছে।
জাতিগত ও ধর্মীয় বৈষম্য নিয়ে সেখানে যে সন্ত্রাস হচ্ছে তার বেশিরভাগই ভূমির দখলদারিত্ব ও পশুচারণের অধিকারকে কেন্দ্র করে সংঘটিত বলে ধরে নেয়া হয়।
২০১৫ সালে ক্ষমতায় অধিষ্ঠিত নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ফেব্রুয়ারি মাসে নির্বাচনে দ্বিতীয় মেয়াদের প্রার্থী। তিনি এ সংঘর্ষ নির্মূলের জন্য চাপে রয়েছেন।