বাসস ক্রীড়া-৯ : স্ট্রার্লিং এখন খুলনার

304

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বিপিএল
স্ট্রার্লিং এখন খুলনার
ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা টাইটান্সের হয়ে খেলবেন আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিং। সামাজিক যোগাযোগ মাধ্যম খুলনায় স্ট্রার্লিং-এর যোগদানের খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দ্বিতীয়বারের মত বিপিএলে খেলছেন স্ট্রার্লিং।
২০১৩ সালে সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন স্ট্রার্লিং। ঐ আসরে নিজের প্রথম ম্যাচেই বরিশাল বার্নাসের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। আর পুরো মৌসুমে ১৩ ম্যাচে ৩২৩ রান করেছিলেন স্ট্রার্লিং।
খুলনায় যোগদানের ব্যাপারে স্ট্রার্লিং বলেন, ‘খুলনার অংশ হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই সুযোগটি কাজে লাগাতে চাই। কোচ মাহেলা জয়ার্ধনের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি আমি।’
দেশের হয়ে ১টি টেস্ট, ১০০ ওয়ানডে ও ৫২টি টি-২০ ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী স্ট্রার্লিং। ব্যাট হাতে টেস্টে ২৮ রান, ওয়ানডেতে ৩৩৪৬ রান ও টি-২০ ১১৮১ রান করেন। আর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ১৭৪টি টি-২০তে ৪১৯৬ রান করেন।
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর।
বাসস/এএমটি/১৮৪০/স্বব