বাজিস-৩ : কুড়িগ্রামে নির্বাচনের প্রস্তুতি শেষ : অপেক্ষা ভোট গ্রহণের

151

বাজিস-৩
কুড়িগ্রাম-নির্বাচনের প্রস্তুতি
কুড়িগ্রামে নির্বাচনের প্রস্তুতি শেষ : অপেক্ষা ভোট গ্রহণের
কুড়িগ্রাম, ২৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : কুড়িগ্রামে একাদশ জাতীয় সংসদে নির্বাচনে ৪টি আসনে সর্ব শেষ প্রস্তুতি চলছে। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার, ভোট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি। উপজেলা সদর থেকে প্রিজাইডিং অফিসার নিরাপত্তা কর্মীদের নিয়ে প্রযোজনীয় মালামাল নিয়ে যাচ্ছেন নিজ নিজ ভোট কেন্দ্রে। এখন শুধু অপেক্ষা ভোট গ্রহণের।
চারটি আসনে মোট ৬৯৭টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। নিরাপত্তার দায়িত্বে প্রায় ১১ হাজার আইন-শৃংখলা বাহিনী মোতায়েন থাকবে। মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ২ জন। এরমধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৫ হাজার ৮৫৭ জন এবং পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৪৫ জন। এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থায় প্রায় ৭ সহ¯্রাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৩৫৭টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে ৩শ’ জন সেনাবাহিনী, বিজিবি ৩৮০ জন, ৫০ জন র‌্যাব, পুলিশ ১ হাজার ৭শ’ জনসহ ৮ হাজার ৩৬৪ জন আনসার ও ভিডিপি আইন-শৃংখলা কাজে সহযোগিতা করছে। এছাড়াও ১১৮টি মোবাইল টিম সার্বক্ষণিকভাবে তদারকি করছে।
জেলা রিটার্নিং অফিসার সুলতানা পারভান জানান, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপকরণসমূহ স্ব-স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/রশিদ/১৫২০/নূসী