বাসস দেশ-৩৯ : মন্ত্রিপরিষদ সচিবের মায়ের ইন্তেকাল : তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

661

বাসস দেশ-৩৯
শোক-সচিব
মন্ত্রিপরিষদ সচিবের মায়ের ইন্তেকাল : তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের মা ও শহীদ জননী আলমাছ খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৭ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমার ছেলে সচিব মোহাম্মদ শফিউল আলম আজ রাতে বাসসকে জানান, কক্সবাজার উপজেলার উখিয়া হাসপাতালে আজ রাত ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন। আগামীকাল বাদ জুমা নামাজে জানাজা শেষে উখিয়া উপজেলার রুমখা পালং গ্রামে তাকে দাফন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের মাতা ও শহীদ জননী আলমাছ খাতুনের মৃত্যুতে গভীর শাক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম ও সচিব আবদুল মালেক।
আজ এক শোক বার্তায় তারা বার্ধক্যজনিত কারণে পরলোকগত শহীদ জননী আলমাছ খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোাকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ছোট ভাই এ টি এম জাফর আলম ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের প্রথম প্রহরে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন।
বাসস/তবি/এমএআর/২৩২০/এবিএইচ