বাসস দেশ-৩৭ : বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ভাড়া ও জরিমানা বাবদ ৭৬ হাজার টাকা আদায়

522

বাসস দেশ-৩৭
ট্রেন- ভ্রমণ-জরিমানা
বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ভাড়া ও জরিমানা বাবদ ৭৬ হাজার টাকা আদায়
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বিনা টিকেটে ট্রেন ভ্রমণের অভিযোগে যাত্রীদের কাছ থেকে ৭৬ হাজার টাকা আদায় করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চীফ কমার্শিয়াল ম্যানেজার এ এন এম শাহনেওয়ানের নের্তৃত্বে ঢাকা-রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলকারী সিল্কসিটি ট্রেন ও দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের তল্লাশী কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ট্রেন দু’টিতে ৩৫৫ জন যাত্রীর বিরুদ্ধে বিনা টিকেটে ভ্রমণের অভিযোগ পাওয়া যায়। ফলে তাদের কাছ থেকে ভাড়া বাবদ ৫০ হাজার ৬শ’ টাকা ও জরিমানা হিসেবে ২৫ হাজার ৪শ’ টাকাসহ মোট ৭৬ হাজার টাকা টাকা আদায় করা হয়।
এ তল্লাশি কার্যক্রমে পশ্চিমাঞ্চলের সহকারী ট্রাফিক সুপার (এটিএস) মোস্তাফিজুর রহমান সহযোহিতা করেন।
বাসস/সবি/এমএআর/২১৩৫/এএএ