বাসস দেশ-৩৬ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী নিয়মিত টহল পরিচালনা করছে

299

বাসস দেশ-৩৬
সেনাবাহিনী-টহল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী নিয়মিত টহল পরিচালনা করছে
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ৩৮৯টি উপজেলায় বৃহস্পতিবার তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১৫২৩টি টহল পরিচালনা করেছে।
গত ২৪ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী মোট ৩৯৯৮টি টহল কার্যক্রম পরিচালনা করেছে।
টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যে কোন প্রয়োজনে সার্বিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখ হতে দেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় মোতায়েন রয়েছে। মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনী নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।
বাসস/সবি/এমএআর/২১৩০/-জেজেড