বাসস দেশ-৩৫ : ৩০ ডিসেম্বর নির্বাচনেও জনগণ স্বাধীনতার প্রতীক নৌকাকেই বিজয়ী করবে : ধর্মমন্ত্রী মোজাম্মেল

455

বাসস দেশ-৩৫
মোজাম্মেল-নির্বাচনী সভা
৩০ ডিসেম্বর নির্বাচনেও জনগণ স্বাধীনতার প্রতীক নৌকাকেই বিজয়ী করবে : ধর্মমন্ত্রী মোজাম্মেল
গাজীপুর, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : মুক্তিযুদ্ধ ও ধর্ম বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, একাত্তরের ন্যায় জনগণ ৩০ডিসেম্বর নির্বাচনেও স্বাধীনতার প্রতীক নৌকাকেই বিজয়ী করবে। জনগণ আবার উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে প্রস্তুত।
আজ বিকেলে কারিয়াকৈর ও গাজীপুর মহানগরীরর বিভিন্ন এলকায় শেষ দিনের নির্বাচনী সভায় বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে এদশের জনগণ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা লাভ করেছে। জনগণ ২০০৮ ও ২০১৪ সালে নৌকায় ভোট দিয়ে একটি উন্নয়নশীল বাংলাদেশ থেকে মধ্যম আয়ের দেশ পেয়েছে। তাই উন্নয়নের ধারা বাহিকতা রক্ষায় আগামী দিনেও দেশবাসী নৌকায় ভোট দিয়ে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চায়।
আজ গাজীপুর মহানগরীরর পূবাইল ও মীরের বাজার এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এক এলকায় শেষ দিনের নির্বাচনী সভায় নৌকায় ভোট দেয়ার জন্য আহবান জানিয়ে বলেছেন, নারীর অধিকতর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। এছাড়া আজ বিকেলে গাজীপুর-২ টঙ্গী ও গাজীপুর সদর শহর এলাকায় মহাজোট মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেলের পক্ষে নৌকার মছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসস/সংবাদদাতা/এমএআর/২০৪৫/-জেজেড