বাসস ক্রীড়া-১৬ : আবারো সেরা বোলার রাজ্জাক

260

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিসিএল
আবারো সেরা বোলার রাজ্জাক
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : প্রাইম ব্যাংক সাউথ জোনের শিরোপা জয় দিয়ে আজ পর্দা নামলো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের। এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন প্রাইম ব্যাংক সাউথ জোনের বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৬ ম্যাচের ১০ ইনিংসে ৩৪ উইকেট নিয়েছেন তিনি। সর্বশেষ পাঁচ আসরের মধ্যে চতুর্থবারের মত সর্বোচ্চ উইকেট শিকারী হলেন রাজ্জাক। বিসিএলের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ আসরের পর এবারও সেরা বোলারের খেতাব পেলেন রাজ্জাক। ব্যাট হাতে সর্বোচ্চ রান করে এনামুল হক বিজয় ও বল হাতে রাজ্জাক সর্বোচ্চ উইকেট নিয়ে প্রাইম ব্যাংক সাউথ জোনের শিরোপা জয়ে বড় অবদান রাখেন।
২৯ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট বিসিবি নর্থ জোনের সানজামুল ইসলামের। তালিকার তৃতীয়স্থানে থাকা প্রাইম ব্যাংক সাউথ জোনের স্পিনার মেহেদি হাসান নিয়েছেন ২৩ উইকেট।
বিসিএলের সপ্তম আসরে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
দল ম্যাচ ইনিংস ওভার রান উইকেট সেরা বোলিং ম্যাচ
আব্দুর রাজ্জাক (প্রাইম ব্যাংক সাউথ জোন) ৬ ১০ ২৯৩.৩ ৮৪৬ ৩৪ ১২/১৪৪
সানজামুল ইসলাম (বিসিবি নর্থ জোন) ৬ ১০ ২৭৪.৪ ৯০৫ ২৯ ৮/২৩৭
মেহেদি হাসান (প্রাইম ব্যাংক সাউথ জোন) ৬ ১০ ২২১.০ ৬৭৪ ২৩ ৭/১১৩
এবাদত হোসেন (বিসিবি নর্থ জোন) ৫ ৮ ১৫১.৫ ৫৪৫ ২১ ১০/১৩৯
আবু জায়েদ (ইসলামী ব্যাংক ইস্ট জোন) ৫ ৯ ১৩৪.২ ৫০১ ২০ ৬/৭৪
বাসস/এএসজি/এএমটি/২০২০/মোজা/স্বব