বাসস ক্রীড়া-১৫ : বিসিএলে প্রথমবারের মত সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন এনামুল

275

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিসিএল
বিসিএলে প্রথমবারের মত সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন এনামুল
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আজ পর্দা নামলো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন প্রাইম ব্যাংক সাউথ জোনের এনামুল হক বিজয়। ৬ ম্যাচের ১২ ইনিংসে ৬৫৮ রান করেছেন তিনি। ২টি সেঞ্চুরির সাথে ৩টি হাফ-সেঞ্চুরিও ছিলো। দলকে শিরোপা দিতে মূখ্য ভূমিকাই রেখেছেন আনামুল।
দ্বিতীয় সর্বোচ্চ রান বিসিবি নর্থ জোনের নাইম ইসলামের। ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ১০ ইনিংসে ৫২২ রান করেছেন তিনি।
১টি সেঞ্চুরির ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ১১ ইনিংসে ৫০০ রান করে তালিকার তৃতীয় স্থানে বিসিবি নর্থ জোনের জুনায়েদ সিদ্দিকী।
বিসিএলের সপ্তম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
দল ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
আনামুল হক (প্রাইম ব্যাংক সাউথ জোন) ৬ ১২ ৬৫৮ ৬৫.৮০ ২ ৩
নাইম ইসলাম (বিসিবি নর্থ জোন) ৬ ১০ ৫২২ ৫২.২০ ২ ৩
জুনায়েদ সিদ্দিকী (বিসিবি নর্থ জোন) ৬ ১১ ৫০০ ৫০.০০ ১ ৪
রনি তালুকদার (ইসলামী ব্যাংক ইস্ট জোন) ৬ ১০ ৪৬০ ৪৬.০০ ১ ৩
মেহেদি হাসান (প্রাইম ব্যাংক সাউথ জোন) ৬ ১০ ৪৫৯ ৯১.৮০ ০ ৪
বাসস/এএসজি/এএমটি/২০১৫/মোজা/স্বব