বাসস ক্রীড়া-৯ : সুলশারের একাদশে ফেরার দ্বারপ্রান্তে সানচেজ মার্টিয়াল ও লুকাকু

118

বাসস ক্রীড়া-৯
ফুটবল-ম্যানইউ-সুলশার
সুলশারের একাদশে ফেরার দ্বারপ্রান্তে সানচেজ মার্টিয়াল ও লুকাকু
লন্ডন, ২৭ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালিন কোচ উলে গুনার সুলশার বলেছেন, পরিপুর্ন ফিটনেস নিয়ে একাদশে ফেরার দ্বারপ্রান্তে এ্যালেক্সিস সানচেজ। আগামী রোববার বার্নমাউথের বিপক্ষে ম্যাচে এ্যান্থনি মার্টিয়াল ও রোমলো লুকাকুও ফিরতে পারেন বলে আভাস দিয়েছেন তিনি।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২৪ নভেম্বর থেকেই মাঠের বাইরে রয়েছেন সানচেজ। যে কারণে অন্তবর্তীকালিন কোচের অধীনে তার এখনো মাঠে নামা হয়নি। গত সপ্তাহে কার্ডিফ সিটির বিপক্ষে ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয় পাওয়া ইউনাইটেড দলে আলো ছড়িয়েছেন মার্টিয়াল। তবে অসুস্থতার কারণে বুধবার হাডার্সফিল্ডের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে অংশ নিতে পারেননি তিনি। আর লুকাকু এমনিতেই কোন ম্যাচে অংশগ্রহণের সুযোগ পাননি।
তবে সুলশার বলেছেন, দলে ফেরার জন্য অনেকটাই প্রস্তুত সানচেজ। তিন তারকাকে একত্রে আক্রমনভাগে খেলানোর জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন বলেও উল্লেখ করেছেন। হাডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর ইউনাইটেড কোচ বলেন, ‘এটি দারুণ ফল। পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পেরে আমি খুশি। এ ম্যাচের কিছু কিছু মুহূর্ত ছিল সত্যিই ভাল। আমি ছেলেদের কাছে পূর্ণ পয়েন্ট চেয়েছিলাম। সঙ্গে সঙ্গেই ছেলেরা প্রতিশ্রুতি দেয়।’
সুলশার বলেন, ‘এক সপ্তাহের মধ্যেই আপনি সবকিছুর পরিবর্তন পাবেন না। আপনাকে প্রথমে মনসংযোগ ঘটাতে হবে। আমি নির্ধারিত একটি পন্থায় ছেলেদের খেলাতে চাই। এ জন্য আপনাকে সর্বত্র তাদের সুযোগ করে দিতে হবে। এটি এগিয়ে যাবার একটি পন্থা। একজন কোচের কাছ থেকে প্রশিক্ষণ নেয়ার পর অন্য একজন কোচের সঙ্গে মানিয়ে নিতে তাদের কিছুটা সময় দিতে হবে। যতই সময় যাবে ততই দলটি উন্নতি করবে।’
তিনি বলেন, ‘আমি স্টাফদের বলেছি যতই ২-০ বা ৩-০ গোলে জয়লাভ করুননা কেন আগামী সপ্তাহ থেকে অবশ্যই সানচেজ ও মার্টিয়ালকে দলে ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে যুক্ত করতে হবে লুকাকুকে।’
সুলশারের অধীনে প্রথম হোম ম্যাচে জয়লাভ করেছে ইউনাইটেড। ম্যাচে ক্লাবের হয়ে গোল করেছেন নেমেনজা ম্যাটিচ ও পল পগবা। ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ডের মতে নিজের পারফর্মেন্স থেকে পগবা উপভোগ করার পর্যাপ্ত রশদ খুঁজে পেয়েছে। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গেই বেশি সময় ব্যয় করছি। পাশাপাশি আলাদাভাবেও তাদের সঙ্গে যতটুকু সম্ভব সময় ব্যয় করছি। গতবার পগবা দুই বা তিনটি গোলের সুযোগ সৃষ্টি করেছে। আর এবার সে নিজেই করেছে দুই গোল। আশা করছি রাতটি সে দারুণভাবে উপভোগ করবে।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮৪৫/মোজা/স্বব