বাসস ক্রীড়া-৮ : বোল্টের বিধ্বংসী বোলিংয়ে শ্রীলংকার বিপক্ষে চালকের আসনে নিউজিল্যান্ড

127

বাসস ক্রীড়া-৮
নিউজিল্যান্ড-শ্রীলংকা
বোল্টের বিধ্বংসী বোলিংয়ে শ্রীলংকার বিপক্ষে চালকের আসনে নিউজিল্যান্ড
ক্রাইস্টচার্চ, ২৭ ডিসেম্বর. ২০১৮(বাসস/এএফপি) : ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ের পর টম লাথাম ও জিত রাভালের জোড়া হাফ সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চালকের আসনে স্বগতিক নিউজিল্যান্ড। বোল্ট ৩০ রানে ৬ উইকেট শিকার করেন।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ১৭৮ রানের জবাবে ৪১ ওভারে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় শ্রীলংকা ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ৩০৫ রানে এগিয়ে রয়েছে। হাতে আছে ৮ উইকেট।
আগের দিন ৪ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই বোল্টের তোপের মুখে পড়ে সফরকারীরা।
কিন্তু বোল্টের ১৫ বলে মাত্র ৪ রানে ছয় উইকেট শিকারে শ্রীলংকা শেষ পর্যন্ত ১০৪ রানে গুটিয়ে গেলে প্রথম ইনিংসে ৭৪ রানের লীড পায় কিউইরা। এ্যাঞ্জেলো ম্যাথুজ ৩৩ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় ইনিংসে টম লাথাম ও জিত রাভাল উদ্বোধনী জুটিতে ১৯৫ রান করেন। পেরেরার বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ৭৪ রানে রাভাল আউট হলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেট জুটিতে লাথাম-কেন উইলিয়ামন যোগ করেন ৬৮ রান। লাহিরু থিরিমান্নের বলে স্লিপে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে ৪৮ রান করেন উইলিয়ামসন। দিন শেষে লাথাম ৭৪ এবং রস টেইলর ২৫ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৭৮ (সাউদি ৬৮, ওয়াটলিং ৪৬:লাকমাল ৫-৫৪)
শ্রীলংকা প্রথম ইনিংস: ১০৪ (ম্যাথুজ অপরাজিত ৩৩: বোল্ট ৬-৩০)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস:২৩১/২( রাভাল ৭৪, লাথাম অপরাজিত ৭৪)।
বাসস/এএফপি/স্বব/১৮৩৫/মোজা/এএমটি