ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার হ্যাজেলউড

408

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-হ্যাজেলউড
ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার হ্যাজেলউড
সিডনি, ২৮ মে ২০১৮ (বাসস/এএফপি) : আগামী মাসে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে আজ জানানো হয়, পিঠের হাঁড়ে সমস্যার কারণে নিজেকে সড়িয়ে নিয়েছেন তিনি।
ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। কামিন্স-স্টার্কদের তালিকায় এবার নাম লেখালেন হ্যাজেলউড। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার দলে প্রথমবারের মতো ডাক পেলেন ডান-হাতি পেসার মাইকেল নেসের।
সিএ’র ফিজিও ডেভিড বিকলি এক বিবৃতিতে বলেন, ‘পিঠের নীচে হাড়ের সমস্যায় ভুগছেন জশ। আজ আবারো তার স্ক্যান করা হবে এবং যদিও এটিতে চিড় ধরেনি তবে সে ব্যাথা অনুভব করছে। যে কারণে আমরা রক্ষণাত্মক পদ্ধতি গ্রহণ করেছি এবং ওয়ানডে সিরিজের জন্য তিনি ইংল্যান্ড সফর করবে না।’
শেফিল্ড শিল্ডে এই মৌসুমে কুইন্সল্যান্ডের শিরোপা জয়ে প্রধান ভূমিকা রাখেন পেস বোলার নেসের। ৩১টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৯২টি ও ৪৮টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪১ উইকেট শিকার করেন তিনি। সর্বশেষ ঘরোয়া ওয়ানডে কাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন নেসের।
বাসস/এএফপি/এএমটি/১৯৩৫/-স্বব