বাসস বিদেশ-৪ : রাশিয়ায় অ্যাভানগার্ড হাইপারসনিক পদ্ধতির সফল পরীক্ষা

124

বাসস বিদেশ-৪
রাশিয়া-পরীক্ষা-হাইপারসনিক
রাশিয়ায় অ্যাভানগার্ড হাইপারসনিক পদ্ধতির সফল পরীক্ষা
মস্কো, ২৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হাইপারসনিক পদ্ধতি অ্যাভানগার্ডের সফল পরীক্ষা চালিয়েছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বুধবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। তাদের প্রযুক্তিগত সকল দিক যাচাই করতেই এটির পরীক্ষা চালানো হয়। খবর তাসের।
পুতিন বলেন, ‘আমার নির্দেশ অনুযায়ী, শিল্প উদ্যোক্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সিস্টেমের প্রস্তুতি গ্রহণ করে এবং তারা এটির চূড়ান্ত পরীক্ষা চালায়।’
তিনি বলেন, ‘এ পরীক্ষা সম্পূর্ণ সফল হয়েছে। আর এ পরীক্ষার মধ্যদিয়ে এটির প্রযুক্তিগত সকল দিক যাচাই করা হয়।’
ভøাদিমির পুতিন বুধবার সরকারকে বলেন, রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সিস্টেম আগামী বছর সশস্ত্র বাহিনীর সার্ভিসে যুক্ত হবে। তিনি জোরদিয়ে বলেন, এটি হচ্ছে কৌশলগত অস্ত্রের একটি নতুন ধরন।
পুতিন বলেন, ‘আগামী বছর ২০১৯ সালের শুরুতে আন্ত:মহাদেশীয় কৌশলগত নতুন সিস্টেম অ্যাভানগার্ড রাশিয়ার সেনা সার্ভিসে যুক্ত করে স্ট্র্যাটেজিক মিসাইল ট্রুপস’র প্রথম দল মোতায়েন করা হবে।’
বাসস/এমএজেড/১৪০০/জুনা