বাসস দেশ-২২ : একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম চলছে

285

বাসস দেশ-২২
সেনা-টহল
একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম চলছে
ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী আজ বুধবার ৩৮৯টি উপজেলায় ১ হাজার ৩৯টি টহল পরিচালনা করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায় মোতায়েনের দিন গত ২৪ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী মোট ২ হাজার ৪৭৫টি টহল কার্যক্রম পরিচালনা করেছে। টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যে কোন প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর থেকে দেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় মোতায়েন রয়েছে। মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনীর সদস্যগণ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।
বাসস/আএসপিআর/এমআর/২০২০/এএএ