বাসস ক্রীড়া-৯ : নাইম নৈপুণ্যে বড় ব্যবধানে জিতলো ইসলামী ব্যাংক ইস্ট জোন

285

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বিসিএল
নাইম নৈপুণ্যে বড় ব্যবধানে জিতলো ইসলামী ব্যাংক ইস্ট জোন
সিলেট, ২৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : নাইম হাসানের স্পিন বিষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ রাউন্ডে বড় ব্যবধানে জিতলো ইসলামী ব্যাংক ইস্ট জোন। আজ ওয়ালটন সেন্ট্রাল জোনকে ৩২১ রানের বড় ব্যবধানে হারায় ইসলামী ব্যাংক ইস্ট জোন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ৪২৫ রান করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। জবাবে ২২৪ রানে গুটিয়ে যায় ওয়ালটন সেন্ট্রাল জোন। তাই প্রথম ইনিংসে ২০১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ইসলামী ব্যাংক ইস্ট জোন।
দ্বিতীয় ইনিংসে মোমিনুল হকের ১০০ ও ইয়াসির আলির অপরাজিত ১০১ রানের সুবাদে ৩ উইকেটে ২৫৪ রান করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ফলে ম্যাচ জয়ের জন্য ৪৫৬ রানের টার্গেট পায় ওয়ালটন সেন্ট্রাল জোন।
৪৫৬ রানের টার্গেটে খেলতে নেমে নাইমের স্পিন বিষে পড়ে ওয়ালটন সেন্ট্রাল জোন। তৃতীয় দিনের শেষ সেশনে ১৩৪ রানেই গুটিয়ে যায় ওয়ালটন সেন্ট্রাল জোন। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ ও সাইফ হাসান ৩১ রান করেন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের নাইম ৪৭ রানে ৮ উইকেট নেন। প্রথম ইনিংসে ৪৪ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। যার স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরা হন নাইম।
বাসস/এএসজি/এএমটি/১৯২৫/মোজা/স্বব