ইয়েমেনে অস্ত্রবিরতির পর হোদেইদায় সরকারপন্থী ১০ সৈন্য নিহত

227

বাসস বিদেশ-১
ইয়েমেন-সংঘাত
ইয়েমেনে অস্ত্রবিরতির পর হোদেইদায় সরকারপন্থী ১০ সৈন্য নিহত
দুবাই, ২৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইয়েমেনে গত সপ্তাহে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত সরকারপন্থী ১০ সৈন্য নিহত ও ১শ ৪৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক কর্মকর্তা একথা জানান। এই জোট সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জোট বাহিনী এই প্রথমবারের মতো ১৮ ডিসেম্বর ভঙ্গুর অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সরকারপন্থী সৈন্যদের নিহতের কথা জানাল।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা ইরান অনুগত হুতি বিদ্রোহীরা হোদেইদা ও এর আশপাশের এলাকায় ১৮৩ বার অস্ত্রবিরতি লংঘন করেছে বলে অভিযোগ করেছেন।
তিনি বলেন, জোট বাহিনী অস্ত্রবিরতি চুক্তি কার্যকরের পর থেকে কোন ধরনের বিমান হামলা চালায়নি অথবা কোন গোলাও নিক্ষেপ করেনি।’
জাতিসংঘের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টার ফসল হিসেবে এই অস্ত্রবিরতি চুক্তি হয়। বারবার চুক্তিটি লংঘিত হচ্ছে এবং উভয় পক্ষই এর জন্য পরস্পরকে দায়ী করছে।
অস্ত্রবিরতি চুক্তি পর্যবেক্ষণ করতে অবসরপ্রাপ্ত ডাচ জেনারেল প্যাট্রিক ক্যামায়ের্ট সরকারি পক্ষ ও হুতি বিদ্রোহীদের প্রতিনিধিসহ যৌথ কমিটির নেতৃত্ব দিচ্ছেন।
কামায়ের্ট বিদ্রোহীদের রাজধানী সানা থেকে রোববার হোদেইদায় পৌঁছেছেন।
জোট কর্মকর্তারা মঙ্গলবার বলেন, ক্যামায়ের্ট ‘শেষ পর্যন্ত হোদেইদায়’ পৌঁছানোয় তারা সন্তুষ্ট।