বিইউপি’তে অনুষ্ঠিত সেমিনারে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে সততা, জবাবদিহিতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ

354

বাসস দেশ-১৫
বিইউপি-সেমিনার
বিইউপি’তে অনুষ্ঠিত সেমিনারে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে সততা, জবাবদিহিতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, ২৮ মে, ২০১৮ (বাসস) : রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক সেমিনারে বক্তারা প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে সততা, জবাবদিহিতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেছেন।
বিইউপি’র ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ‘গুড গভার্নেন্স, অফিস ম্যানেজমেন্ট এন্ড ফিনেন্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারের বক্তারা এ গুরাত্ব আরোপ করেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।
এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল-বারী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার (পিএইচডি) উপস্থিত ছিলেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ইন্সট্রাক্টর কমান্ডার মো. জাহাঙ্গীর আলম খানের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর সাবিহা হক।
অফিস অব দ্য ইভ্যালুয়েশন, ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট (ওইএফসিডি) এর ডিন এবং আই কিউ এসি এর ডিরেক্টর কমডোর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ সেমিনারে সভাপতিত্ব করেন।
বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষিকাগণ ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহন করেন।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৮১২/এসই