বাসস দেশ-১৮ : নৌকাকে বিজয়ী করতে পেশাজীবী সমন্বয় পরিষদের আহবান

565

বাসস দেশ-১৮
পেশাজীবী- মতবিনিময়
নৌকাকে বিজয়ী করতে পেশাজীবী সমন্বয় পরিষদের আহবান
গাজীপুর, ২৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকাকে বিজয়ী করার জন্য আহবান জানিয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ।
গাজীপুর পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে আজ দুপুরে টঙ্গি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহবান জানানো হয়।
গাজীপুর জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক আবদুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর-২ আসনের মহাজোট মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপি, পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, টঙ্গি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া , গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো.নূরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী নাজিম উদ্দিন মিয়া, টঙ্গী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কলিমুল্লাহ ইকবাল, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, প্রবীণ সাংবাদিক মহিউদ্দিন আহমদ, এম.এ সালাম শান্ত প্রমুখ বক্তব্য রাখেন।
‘জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ : পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক আতাউর রাহমান।
সভায় আগামী ৩০ ডিসেম্বর সবাইকে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করার জন্য আহবান জানানো হয়।
বাসস/সংবাদদাতা/এমএআর/২১০০/এমএবি