বাসস ক্রীড়া-১০ : সুলশারের পরিকল্পনায় মার্টিয়াল পগবা লিঙ্গার্ড ও রাসফোর্ড

345

বাসস ক্রীড়া-১০
ফুটবল-সুলশার-ইউনাইটেড
সুলশারের পরিকল্পনায় মার্টিয়াল পগবা লিঙ্গার্ড ও রাসফোর্ড
লন্ডন, ২৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : প্রতিপক্ষের রক্ষনে হানার জন্য নিজের পরিকল্পনায় এন্থনি মার্টিয়াল, পল পগবা, জেসি লিঙ্গার্ড ও মার্কাস রাসফোর্ডকে অন্তর্ভুক্ত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তবর্তীকালীন কোচ উলে গুনার সুলশার।
নরওয়ের এই কোচ বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের আসল চেহারাই হচ্ছে আক্রমণাত্মক। এখন দলটিকে সেই দর্শনে ফিরিয়ে নেয়াটাই হচ্ছে তার প্রধান লক্ষ্য। ১৯৯৯ সালে ইউনাইটেডের হয়েই ত্রিমুকুট জিতেছিলেন সুলশার। তবে গত শনিবার খেলোয়াড় হিসেবে নয়, ক্লাবটির কোচ হিসেবেই ফের মাঠে নেমিছেলেন তিনি। দলকে জয় এনে দেন ৫-১ গোলের বিশাল ব্যবধানে।
সদ্য বরখাস্ত হওয়া কোচ হোসে মরিনহোর অধীনে ইউনাইটডকে বেশিরভাগ সময়েই মাঠে নামতে দেখা গেছে রক্ষণাত্মক ভূমিকায়। যে কারণে মাঠে অধিকাংশ সময় ইউনাইটেডের সমর্থকদের চিৎকার করে বলতে শোনা যায় আক্রমণ, আক্রমণ, আক্রমণ।
এখন সুলশারের অধীনে এসব সমর্থকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯৫৫/-স্বব