বাজিস-৩ : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

694

বাজিস-৩
নীলফামারী-নিহত ২
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
নীলফামারী, ২৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলা সদরে আজ সকাল সোয়া ৯টয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। মৃতরা ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী আইনুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মজিদা বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে ফিরছিল ব্যবসায়ী আইনুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী মজিদা বেগম (৪৫)। এসময় জেলা সদরের পলাশবাড়ি নামক স্থানে ডোমার থেকে নীলফামারীর দিকে আসা বিপরীতমুখি একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আইনুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তার স্ত্রী মজিদা বেগম।
পুলিশ জানায়, ওই স্বামী-স্ত্রী সকালে বাড়ি থেকে জেলা শহরে ডায়াবেটিস হাসপাতালে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেহেদী পরিবহন ( নীলফামারী-জ -০৫-০০১৩) নামে ঘাতক বাসটি আটক করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৫০০/জহ/নূসী