বাসস ক্রীড়া-১ : দুই ওপেনারকে বাদ দিল ভারত, তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে মিচেল মার্শ

191

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-প্রিভিউ
দুই ওপেনারকে বাদ দিল ভারত, তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে মিচেল মার্শ
মেলবোর্ন, ২৫ ডিসেম্বর ২০১৮ (বাসস) : বক্সিং ডে টেস্টের জন্য দুই ওপেনার মুরালি বিজয় ও কেএল রাহুলকে ছাড়াই দল ঘোষণা করেছে ভারত। অন্যদিকে সিরিজের এই তৃতীয় টেস্টের জন্য ফর্মহীনতায় থাকা ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বকে বাদ দিয়ে অল-রাউন্ডার মিচেল মার্শকে দলে ডেকেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
চার ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজার দর্শকের প্রত্যাশা পূরণে তাই বক্সিং ডে টেস্টেই এগিয়ে যেতে চাই অসিরা।
এডিলেড ও পার্থে আগের দুই টেস্টে আট ইনিংসে বিজয় ও রাহুল মিলে মাত্র ৯৫ রান করেছেন। বিরাট কোহলি ও চেতশ্বর পুজারার সাথে দু’জনের কেউই মানিয়ে নিতে পারেনি। যে কারণে তৃতীয় টেস্টে তাদের বাদ দিতে বাধ্য হয়েছেন ভারতীয় নির্বাচকরা। তাদের স্থানে ইনিংস ওপেন করাতে পারেন নবাগত মায়াঙ্ক আগারওয়াল ও হনুমা বিহারী। মিডল অর্ডার থেকে হনুমাকে ওপনিংয়ে যাচাই করে দেখতে চায় টিম ইন্ডিয়া।
এদিকে ৬ নম্বরে ব্যাটিংয়ে নামা অভিজ্ঞ রোহিত শর্মাকে ফিট ঘোষণা করা হয়েছে, পার্থ টেস্টে অনুপস্থিত থাকার পর তিনি দলে ফিরছেন। তবে পেটের পেশীতে টান পড়ায় পার্থে না খেলা স্পিনার রবিচন্দ্রন অশ্বীন সুস্থ হয়ে উঠতে পারেননি। তার স্থানে রবিন্দ্র জাদেজাকে ফিরিয়ে আনা হয়েছে।
পার্থ টেস্টের অভিজ্ঞতাকে পিছনে ফেলে মেলবোর্নে নতুনভাবে শুরু করতে চান পরাজিত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, একটি দল হিসেবে ২-০’তে এগিয়ে থাকা কিংবা ১-০’তে পিছিয়ে থাকার পর পরবর্তী টেস্টে মূলত তার কোন প্রভাব পড়ে না বলেই আমি দেখেছি। সে কারণেই গুরুত্বপূর্ণ হচ্ছে খেলতে নেমে সেই ম্যাচটার প্রতি নজড় দেয়া, বর্তমানে থাকা। আমাদের শুধুমাত্র ধারাবাহিকভাবে ভাল খেলতে হবে। খুব বেশি উত্তেজিত হলে চলবে না, ম্যাচের আবহের সাথে মানিয়ে নিতে হবে।’
পার্থে লড়াকু সেঞ্চুরি করা কোহলির আউটটি নিয়ে বিতর্ক তৈরী হয়েছিল। যদিও বিষয়টি মোটেই মাথায় রাখতে চান না ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে। অবশ্যই কিছু কিছু বিষয় মাঠে ঘটে যায়, কিন্তু কোন কিছুই সীমা লঙ্ঘন করা উচিত নয়। আমি নিশ্চিত যা ঘটেছে তা টিম পেইন ও আমি বুঝতে পেরেছি। অপ্রয়োজনীয় কোন কিছুই আমরা করতে চাইনি। আমরা আমাদের দলকে নেতৃত্ব দিতেই মাঠে নেমেছি, সমর্থকরাও তাই চাই।
পার্থে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তারপরেও উইনিং কম্বিনেশন ভেঙ্গে দলে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। মার্শকে ডেকে তারা মূলত পেস আক্রমনে কিছুটা চাপ কমাতে চেয়েছে। পার্ট টাইম সীমার হিসেবে মার্শ মাঝে মাঝে দলকে সহযোগিতা করে থাকেন। মেলবোর্ন টেস্ট যদি পুরো পাঁচদিনে গড়ায় তবে সিডনিতে চতুর্থ ও শেষ টেস্টের আগে মাত্র তিনদিন সময় পাবে খেলোয়াড়রা। চার ইনিংসে হ্যান্ডসকম্বের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৪, ১৪, ৭ ও ১৩ রান। পেইন বলেন, আমি নিশ্চিত পিট এই মুহূর্তে খুব হতাশ হয়েছে। অবশ্যই নির্বাচকদের সাথে তার কথা হয়েছে। আশা করছি এই হতাশা সে কাটিয়ে উঠতে পারবে।
একইসাথে পেইন আরো জানিয়েছেন উইনিং কম্বিনেশন ভাঙ্গার কারণে দলের উপর তার কোন প্রভাব পড়বে না বলেই তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, গত বছর এ্যাশেজ সিরিজেও আমরা এটা করেছিলাম। দীর্ঘ সিরিজে সকলের মত নিয়েই এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রচন্ড গরমে আমাদের খেলতে হচ্ছে, বোলারদের উপর যা বাড়তি চাপ সৃষ্টি করছে।
অস্ট্রেলিয়া : মার্কোস হ্যারিস, এ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন (অধিনায়ক), জোস হ্যাজেলউড, প্যাট কামিন্স, ন্যাথান লিঁও, মিচেল স্টার্ক।
ভারত : মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারী, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কে রাহানে, রোহিত শর্মা, রিশব পান্ত, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সামী, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ।
বাসস/নীহা/১৩৩০/মোজা/স্বব