বাসস বিদেশ-৮ : দুর্নীতির দায়ে পাকিস্তানে নওয়াজ শরীফের ৭ বছরের কারাদন্ড

175

বাসস বিদেশ-৮
পাকিস্তান-শরীফ
দুর্নীতির দায়ে পাকিস্তানে নওয়াজ শরীফের ৭ বছরের কারাদন্ড
ইসলামাবাদ, ২৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : পাকিস্তানের সাবেক নেতা নওয়াজ শরীফকে আদালত সোমবার সাত বছরের কারাদন্ড দিয়েছে। সরকারি সংবাদ মাধ্যমে এ কথা বলা হয়েছে।
তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আদালত সর্বশেষ এ রায় দেয়। দুর্নীতির দায়ে গত বছর তিনি ক্ষমতাচ্যুত হন।
পাকিস্তানের তিন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তিনি দেশটির ক্ষমতাশালী নিরাপত্তা বাহিনীর লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছেন। খবর এএফপি’র।
পানাম পেপার্সে ফাঁস হওয়া মধ্যপ্রাচ্যে তার পারিবারিক ব্যবসা কেন্দ্রিক অভিযোগ তদন্তের পর আদালত সর্বশেষ এ রায় দেয়। কারাদন্ড ছাড়াও তাকে জরিমানাও করা হয়। কিন্তু জরিমানার পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে রায়কে কেন্দ্র করে আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবু আইন-শৃঙ্খলা বাহিনী ও শরীফ সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে চলতি বছর জুলাই মাসে দুর্নীতির একটি অভিযোগে আদালত তাকে ১০ বছরের কারাদন্ড দেয়।
বাসস/জুনা/১৮৩৫/-আরজি