ভোলায় আশ্রয়ন প্রকল্পের ১১০টি বসতঘর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর

361

বাজিস-৪
ভোলা-আশ্রয়ন প্রকল্প-হস্তান্তর
ভোলায় আশ্রয়ন প্রকল্পের ১১০টি বসতঘর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর
ভোলা, ২৮ মে, ২০১৮ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ আশ্রয়ন প্রকল্পের ১১০ টি বসত ঘর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌ বাহিনীর তত্তাবধানে নির্মিত ২২ ব্যারাকে মোট ৫টি করে ঘর রয়েছে। সোমবার সকালে রাজাপুর ইউনিয়নের দাইয়া এলাকায় প্রায় ৭ একর জমির উপর স্থাপিত প্রকল্পটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামাল হোসেন বাসস’কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সকলের জন্য বাসস্থান কর্মসূচির আওতায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে এই প্রকল্পে যেসব ভুমিহীন পরিবার থাকবে তাদের কাছ থেকে আবেদন পত্র আহবান করা হয়েছে। বর্তমানে তা যাছাই বাছাই চলছে। পরে সরকারি নীতিমাল অনুযায়ী আশ্রয়হীন পরিবারগুলোকে এখানে আনুষ্ঠানিকভাবে আশ্রয় দেওয়া হবে।
ইউএনও আরো বলেন, এই প্রকল্পের পাশেই আরো একটি আশ্রয়ন প্রকল্প অনুমোদন হয়েছে। সেখানে আরো দেড়’শ পরিবারের জন্য ঘর নির্মাণ করা হবে। অচিরেই এর কার্যক্রম শুরু হবে। সকল আশ্রয়হীনদের জন্য সরকারিভাবে বসত ঘর করে দিতে স্থানীয় প্রশাসন সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে নৌ বাহিনীর এয়ার কমোডোর সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এইচএএম/১৭২৬/মরপা