উচ্চ শিক্ষা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউজিসি

308

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : উচ্চ শিক্ষা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-এর সাথে আজ সোমবার ইউজিসিতে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউজিসি সচিব ড. মো. খালেদ ও এলপিইউ’র সহকারী পরিচালক নিতেশ মহাজন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও এলপিইউ এর মধ্যে শিক্ষার উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করা এ চুক্তির মূল উদ্দেশ্যে।
চুক্তি অনুসারে বিশ্ববিদ্যালয়টি আগামী বছর ২০ জন বাংলাদেশি শিক্ষাথীকে বিভিন্ন প্রোগ্রামে বৃত্তি প্রদান করবে। এছাড়া, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং ইউজিসি কর্মকর্তাদের জন্য স্বল্প মেয়াদী বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণের সুবিধা প্রদান করবে।
এসময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি প্রমুখ উপস্থিত ছিলেন।