মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের বিমান বাহিনী প্রধানের ব্রিফিং

172

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কন্টিনজেন্টে প্রতিস্থাপন করতে যাচ্ছে।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ মালি গামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।
কন্টিনজেন্টে সর্বমোট ১১০ জন বিমান বাহিনীর সদস্য মালিতে গমন করবে।
এবারই প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালিতে বিমান বাহিনীর চারজন মহিলা কর্মকর্তা নিয়োজিত হচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।