বাজিস-৪ : চুয়াডাঙ্গায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

132

বাজিস-৪
চুয়াডাঙ্গা-প্রশিক্ষণ
চুয়াডাঙ্গায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
চুয়াডাঙ্গা, ২৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলার দামুড়হুদা উপজেলার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শুরু হয়েছে।
আজ সকাল ১০টায় আব্দুল ওয়াদুদ শাহ কলেজে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, কর্মশালায় সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার, অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা আব্দুস মালেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান।
দ্বিতীয় দিনে ৮৫ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৪৯৭জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ৯৭৪ জন পেলিং কর্মকর্তার প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ভোট কেন্দ্রের কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মচারী ও রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্র যে দায়িত্ব দিয়েছে তা সবাইকে ভালোভাবে পালন করতে হবে।
বাসস/সংবাদদাতা/১৪২০/নূসী