ইউনাইটেডের জন্য সেরা পছন্দ হতে পারেন জিদান

243

লন্ডন, ২৪ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ওল্ড ট্র্রাফোর্ডে হোসে মরিনহোর উত্তরসূরী হিসেবে সেরা পছন্দ হতে পারেন জিনেদিন জিদান, এমনটাই বিশ্বাস করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার লুইস সাহা। গত মঙ্গলবার মরিনহোকে বরখাস্তের পর থেকে একজন স্থায়ী কোচের সন্ধানে রয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্টরা।
মরিনহোর বরখাস্তের পর মৌসুমের শেষ পর্যন্ত অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে ক্লাব ফেবারিট ওলে গানার সুলশারকে। তবে ২০১৯-২০ মৌসুমের জন্য টটেনহ্যাম বস মরিসিও পোচেত্তিনোকে দলে পেতে মুখিয়ে আছে ইউনাইটেড।
জিদানের নেতৃত্বে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে জিদান রিয়াল ছেড়ে চলে যান। স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে সাহা বলেছেন ইউনাইটেডের স্বপ্ন পূরণে সাবেক ফ্রেঞ্চ জাতীয় দলের সতীর্থ জিদানের বিকল্প কেউ হতে পারেনা। এ সম্পর্কে তিনি বলেন, ‘একজন ব্যক্তি হিসেবেও আমি সবসময়ই জিদানের পক্ষে। সে একজন অতি অসাধারন ও ব্যতিক্রম একজন খেলোয়াড়, কোচ ও সর্বোপরী একজন ভাল মানুষ। খেলোয়াড়দের সাথে তার বোঝাপড়া সবসময়ই দারুন। আমি যখন তাকে কথা বলতে দেখি, সেটা তার এক অনন্য গুন। সে ফুটবলের জন্যই বেঁচে আছে, সে ফুটবল পাগল একজন মানুষ। সাথে সাথে তার অন্য গুনাবলীতো রয়েছেই। আমি জানি আক্রমন ও রক্ষনভাগের মধ্যে সে কিভাবে ভারসাম্য গড়ে তুলতে পারে। আমার মতে এই মুহূর্তে ইউনাইটেডে তার থেকে ভাল কোচ আর কেউ হতে পারেনা। আমি মনে করি সে সমর্থকদেরও সহযোগিতা পাবে। একইসাথে স্টাফ ও সভাপতিরও, কারন এটা তার প্রাপ্য।’
সুলশারের অধীনে শনিবার কার্ডিফ সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ইউনাইটেড। ২০১৩ সালে এ্যালেক্স ফার্গুসনের অধীনে শেষ ম্যাচের পর এই প্রথম লিগে ৫ গোল করলো রেড ডেভিলসরা। যদিও এখনো ইউনাইটেডের অবস্থান টেবিলের ষষ্ঠ স্থানে। তবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে তারা আর মাত্র আট পয়েন্ট দুরে রয়েছে।