বাসস বিদেশ-৪ : ম্যাটিসের স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রাম্প মনোনিত প্যাট্রিক শানাহান

153

বাসস বিদেশ-৪
যুক্তরাষ্ট্র-রাজনীতি
ম্যাটিসের স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রাম্প মনোনিত প্যাট্রিক শানাহান
ওয়াশিংটন, ২৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ডোনাল্ড ট্রাম্প রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের উত্তরসূরী হিসেবে তারই ডেপুটি প্যাট্রিক শানাহানের নাম ঘোষণা করেছেন। আগামী পহেলা জানুয়ারি শানাহান দায়িত্ব গ্রহণ করবেন।
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারসহ ট্রাম্পের কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মতানৈক্যের জেরে ম্যাটিসের (৬৮) পদত্যাগের পর ট্রাম্পের ঘোষণাটি এলো।
ম্যাটিস তার উত্তরসূরীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফেব্রুয়ারির শেষের দিকে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ট্রাম্প তার ক্ষমতা হস্তান্তরের দিনক্ষণ এগিয়ে এনেছেন।
ম্যাটিসের পদত্যাগকে মিডিয়া ফলাও করে প্রচার করায় বিষয়টি নিয়ে ট্রাম্প বিব্রত ও ক্ষুব্ধ।
ট্রাম্প টুইটারে জানান, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের অত্যন্ত প্রতিভাবান উপপ্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান ২০১৯ সালের পহেলা জানুয়ারি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’
এদিকে ট্রাম্প ম্যাটিসের বিদায়ের কথা জানিয়ে তার প্রশংসা করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জিম দেশকে অনেক এগিয়ে দিয়ে গেছেন।’
ট্রাম্প সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরপরই ম্যাটিস তার পদত্যাগের কথা জানান।
বাসস/ কেএআর/১৩২০/জুনা