বাসস দেশ-২৪ : নির্বাচন নিয়ে কেউ অশুভ খেলা খেলতে চাইলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে : ওবায়দুল কাদের

283

বাসস দেশ-২৪
কাদের-গণসংযোগ
নির্বাচন নিয়ে কেউ অশুভ খেলা খেলতে চাইলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে : ওবায়দুল কাদের
নোয়াখালী, ২৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে যদি কেউ অশুভ খেলা খেলতে চায় তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
আজ রোববার বিকেলে নোয়াখালী-১ আসনের চাটখিল উপজেলার ভিমপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক পথ সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেপরোয়া ড্রাইভারের মতো আচরণ করছেন, চালক যখন গাড়ি বেপরোয়া চালায় তখন এক্সিডেন্টের আশঙ্কা থাকে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, নির্বাচন নিয়ে যদি কেউ কোন অশুভ খেলা খেলতে যায় তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রতি ঘরে ঘরে একজন বেকার যুবককে চাকরি দেয়া হবে। প্রতি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনবিছিন্ন হয়ে গেছে। তাদের কোন নেতা নেই, নেতা ছাড়া নির্বাচন হয় না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে আবার দুর্নীতির মহউৎসব হবে। দেশ অন্ধকারে তলিয়ে যাবে। গত বিশ বছরে এলাকার কোন উন্নয়ন করেনি বিএনপি অথচ গত পাঁচ বছরে শতভাগ বিদ্যুৎ পেয়েছে এলাকার মানুষ। নৌকায় ভোট দিলে বাকি উন্নয়ন কাজগুলো সম্পন্ন করা হবে।
এসময় আওয়ামী লীগ প্রার্থী এইচ এম ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ওবায়দুল কাদের নোয়াখালী-৩ নির্বাচনী আসনের সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
তিনি বলেন, বিএনপি এখন এলোমেলো, হারার আগেই হেরে গেছে, বিএনপি কখনো বিজয়ী হতে পারবে না। মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তি পরাজিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মধ্যে আছে সন্ত্রাসী, দুর্নীতিবাজ আর খুনী। সারাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা যদি ক্ষমতায় আসে আবার হাওয়া ভবন তৈরি হবে, দুর্নীতিতে দেশ আবার চ্যাম্পিয়ন হবে। শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে ফিরে যাবে।
এসময় এ এলাকার আওয়ামী লীগের প্রার্থী এম মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৯৪৫/এএএ