আমি শতভাগ ফিট নই : নেইমার

291

প্যারিস, ২৮ মে ২০১৮ (বাসস) : রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর বাকি আছে মাত্র দুই সপ্তাহ। এমন সময়ে সম্পূর্ণ ফিট নয় বলে নিজেই জানিয়েছেন ব্রাজিল দলের প্রাণ ভোমড়া প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার।
গত ফেব্রুয়ারিতে পায়ের অস্ত্রোপাচারের পর গত ৩ জুন থেকে অনুশীলন শুরু করেছেন নেইমার। তবে এখনো শতভাগ ফিটনেস ফিরে পাননি বিশ্বের সবচেয়ে দামী ২৬ বছর বয়সি এই ফুটবল তারকা।
রোববার নেইমার সাংবাদিকদের বলেন, ‘আমি এখনো শতভাগ ফিট নই। সময়ের সাথে সাথে হয়তো সেটি ফিরে পাব। তবে এখনো বেশ কিছু অস্বস্থি রয়ে গেছে। পূর্ণ সামর্থ্য ফিরে পেতে আরো কিছুদিন সময় লাগবে।’
বিশ্বকাপে রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে ফিটনেস ফিরে না পেলে প্রথম ম্যাচে নেইমারের অংশগ্রহণে সন্দেহ থাকবে। তবে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত বলে জানান তিনি।
নেইমার বলেন, ‘আমি খেলার জন্য প্রস্তুত। কোন কিছুই আমাকে দমিয়ে রাখতে পারবে না। এই মুহূর্তে কিছু সমস্যার মুখোমুখি হবার কারণ হচ্ছে আমি প্রায় তিনমাস মাঠের বাইরে ছিলাম। তবে এসব বিষয় আমাকে থামিয়ে রাখতে পারবে না।’