বাসস দেশ-১৪ : ট্রাফিক আইন ভঙ্গ করায় রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

127

বাসস দেশ-১৪
ট্রাফিক আইন ভঙ্গ-জরিমানা
ট্রাফিক আইন ভঙ্গ করায় রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ৪হাজার ৬০৯ টি মামলা,২৪ টি গাড়ি ডাম্পিং ও ৬২১ টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানাযায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৮৪৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৫৯টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।
ট্রাফিক সূত্রে আরো জানাযায়, ট্রাফিক আইন অমান্য করায় ২হাজার৪৪ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬৯টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৩টি মামলা দেওয়া হয়।
শনিবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে।
বাসস/সবি/এমএমবি/১৭৫১/কেকে