মিথ্যা অভিযোগ না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন ইনু

170

কুষ্টিয়া, ২৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সরকার ও নির্বাচন কমিশনের উপর মিথ্যা অভিযোগ না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রোববার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, নির্বাচনে সন্ত্রাস হবে, ডাকাতি হবে, সরকারী কর্মকর্তাদের উৎকোচ দেয়া হচ্ছে। বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টের প্রার্থীরা একটার পর একটা মিথ্যা অভিযোগের ফিরিস্তি তুলছেন। তাই বিএনপিকে বলবো মাঠে না এসে, বাতাসে গদা না ঘুরিয়ে নির্বাচনে আসুন এবং প্রতিদ্বন্দ্বিতা করুন।
এ সময় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী উপজেলার সাতবাড়িয়ায় এক নির্বাচনী সমাবেশসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন।