আবার সরকার গঠন করতে পারলে গ্রামকে শহর করার কাজ বাস্তবায়ন শুরু হবে : শিল্পমন্ত্রী

179

ঝালকাঠি, ২৩ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারলে ইশতেহার অনুযায়ী ঝালকাঠি থেকেই গ্রামকে শহর করার কাজ বাস্তবায়ন শুরু হবে।
আজ দুপুরে ঝালকাঠি ও নলছিটির বিভিন্ন নির্বচনী পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঝালকাঠির মহদীপুর, দেউরি ও নলছিটির কুলকাঠি, নাচনমহল, রানাপাশা এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও কাউন্সিলর রেজাউল করিম জাকির বক্তব্য দেন।
আমির হোসেন আমু বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলি পুরণ করে দেশকে উন্নত দেশে পরিণত করা হবে। এছাড়াও ইশতেহার অনুযায়ী শহরের মত সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে গ্রামকেও শহরে পরিণত করা হবে।