বাসস দেশ-৮ : রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিল্কি’র দাফন সম্পন্ন

139

বাসস দেশ-৮
মিল্কি-দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিল্কি’র দাফন সম্পন্ন
ময়মনসিংহ, ২৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিল্কিকে আজ গুলকিবাড়ি পৌর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
এরআগে বাদ জোহর ময়মনসিংহের আঞ্জুমানে ঈদগা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, শরিফ আহমেদ এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহেতাশামুল আলম, সাধারণ সম্পাদক মহিত উর রহমান শান্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরীক হন।
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান মিল্কি ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহুগুণগ্রাহি ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৬৪৩/কেকে