কোহলির নৈপুণ্যেই সিরিজ জিতবে ভারত : রিচার্ডস

168

নয়া দিল্লি, ২৩ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ক্রিকেট কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসনের বিশ্বাস অধিনায়ক বিরাট কোহলির নৈপুণ্যেই ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ জিতবে। বর্তমানে সিরিজে ১-১ সমতা থাকলেও কোহলি শেষ পর্যন্ত ভারতকে সিরিজ এনে দিবে বলে মনে করেন রিচার্ডস, ‘কোহলি দুর্দান্ত এক খেলোয়াড়। সে একাই ম্যাচ জেতাতে পারে। তার নৈপুণ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে ভারত।’
অ্যাডিলেডে জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করে ভারত। তবে পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে হেরে যায় টিম ইন্ডিয়া। কিন্তু ভারতের পারফরমেন্স মন জয় করেছে রির্চাডসের। পার্থে জিততে না পারলেও মেলবোর্নে ভারত ঘুড়ে দাঁড়াবে মনে করছিন তিনি। রিচার্ডস বলেন ‘পার্থে ব্যাটসম্যানদের ভুলে ভারত ম্যাচ হেরেছে। বোলাররা ভালো করেছে। আমার মনে হয়, মেলবোর্নে ঘুড়ে দাঁড়াবে ভারত। তবে সেটি সম্ভব হবে কোহলির কারনেই।’
কেন কোহলির কারনে সেটিও স্পষ্ট করেছেন রিচার্ডস, ‘কোহলির মতো অধিনায়ক রয়েছে ভারতের। আবেগকে সাথে নিয়ে মাঠে নামে সে। দলকে জেতাতে অস্থির থাকে কোহলি। দলকে জেতাতে নিজের সেরাটা উজার করে দেয়। তাই কোহলির কারনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে ভারত। কোহলির পারফরমেন্স ভারতকে সিরিজ এনে দিবে।’
কোহলির প্রশংসা করলেও, সেরাদের কাতারে তাকে রাখছেন না রিচার্ডস। এজন্য আরও সময় চান তিনি, ‘আধুনিক যুগে কোহলিই সেরা, আমার ফেভারিট খেলোয়াড়। তবে এখনই কোহলিকে সেরার কাতারে রাখা যাচ্ছে না। কারন ক্যারিয়ার শেষে তার অবস্থা দেখতে হবে এবং বুঝতে হবে। তবে এখন যেভাবে এগোচ্ছে কোহলি, তাতে ভবিষ্যতে সেরাদের কাতারে ভারত অধিনায়কের নাম যে উঠবে এতে কোন সন্দেহ নেই।’
বিশ্ব ক্রিকেটে দেশের মাটিতেই খেলোয়াড়রা ভাল পারফরমেন্স করে। কিন্তু ক্ষেত্রে একেবারেই ভিন্ন ভারত অধিনায়ক কোহলি। টেস্ট ফরম্যাটে দেশের মাটিতে ৩৪ ম্যাচের ৫৪ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ৩১০৫ রান করেছেন কোহলি। আর বিদেশের মাটিতে ৪১ ম্যাচের ৭৪ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৩৪০৩ রান রয়েছে তার। এমন পরিসংখ্যান জানা আছে রিচার্ডসেরও। এ ব্যাপারে রিচার্ডস বলেন, ‘কোহলির ক্রিকেট ক্যারিয়ারের পরিসংখ্যানই বলে দেয়, সে কোন মাপের খেলোয়াড়।’