বাসস ক্রীড়া-১ : ওয়ানডের পর  টি-২০ সিরিজেও সর্বোচ্চ রান হোপের

147

বাসস ক্রীড়া-১

ক্রিকেট-টি-২০-সিরিজ

ওয়ানডের পর  টি-২০ সিরিজেও সর্বোচ্চ রান হোপের

ঢাকা, ২৩ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ওয়ানডের পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজেও সর্বোচ্চ রান  করেছেন  ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১১৪ রান করেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে তার ব্যাটিং গড়  ৩৮। তিন ম্যাচের ওয়ানডেতে ২টি অপরাজিত সেঞ্চুরিতে ২৯৭ রান করেছিলেন হোপ।

সংক্ষিপ্ত ভার্সনে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ ওপেনার লিটন দাস। ৩ ইনিংসে ১টি সেঞ্চুরিতে ১০৯ রান করেন লিটন।

প্রথম দু’টি-২০ ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ও শেষটিতে জ্বলে উঠে বিধ্বংসী ওপেনার ক্যারিবিয়  এভিন লুইসের ব্যাট। ৬টি চার ও ৮টি ছক্কায় মাত্র ৩৬ বলে ৮৯ রান করেন তিনি। সিরিজ নির্ধারনী ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি। যার বদৌলতে  সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লুইস। ৩ ইনিংসে ১০৮ রান করেন এই বাঁ-হাতি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

খেলোয়াড়      ম্যাচ   ইনিংস রান    সর্বোচ্চ গড়     ১০০   ৫০

শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)    ৩       ৩       ১১৪    ৫৫     ৩৮.০০        ০       ১

লিটন দাস (বাংলাদেশ)        ৩       ৩       ১০৯   ৬০     ৩৬.৩৩        ০       ১

এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) ৩       ৩       ১০৮  ৮৯    ৩৬.০০        ০       ১

সাকিব আল হাসান (বাংলাদেশ)      ৩       ৩       ১০৩   ৬১     ৫১.৫০          ০       ১

রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) ৩       ২        ৬৯    ৫০     ৩৪.৫০         ০       ১

বাসস/এএসজি/এএমটি/১২০০/স্বব